হাঁটু অব্দি খুলে রাখা, লম্বা কালো চুল।
মুক্ত ঝড়ানো হাসিতে, গালে পড়ে টোল।
চোখ জোড়া টানা টানা, ভালো লাগে খুব।
নয়ন ফেরানো দায়, দেখে জেনো রূপ।
কসম খোদার সত্যি, আসমান থেকে।
হিংসে করবে হুরেরা, এই রূপ দেখে।
ফেরেস্তাও সৌন্দর্যের, তারিফ করবে।
জ্বীনেরা তোমাকে দেখে, প্রেমেতে পড়বে।
হৃদয়ে কাঁপন তুলে, সখিদের নিয়ে।
রোজ দেখি হেঁটে যাও, এই পথ দিয়ে।
প্রেম নদীতে নেমেছি, হেরি তব কায়া।
যে ডুবেছে সে জেনেছে, কারে বলে মায়া।