আল্লাহ মহান,
মানুষের অন্তরে তার স্থান।
মানুষের সেবা করে যেই জন,
আল্লাহর কাছে তার বেশি সম্মান।
মানুষকে ভালোবাসিলে,
খোদার ভালোবাসা পাওয়া যায়।
তাই খোদার ভালোবাসা পেতে হলে,
মানুষকে ভালোবাসা চাই।
মানুষকে সেবা করিলে,
প্রকারান্তরে রবের সেবা করা হয়।
রবের সেবা করে যেই,
তার নাই, তার নাই, নাই কোনো ভয়।
মন দিয়ে যদি,
কর মানবের সেবা।
তবে নিশ্চিত জেনো,
তুমি আল্লাহকে পাইবা।
আর যদি ইবাদত,
কর তুমি দিন-রাত।
তাহলে পরকালে,
পাবে তুমি জান্নাত।
জেনো ইবাদত ছাড়া,
জান্নাত মিলতে পারে।
কিন্তু খেদমত ছাড়া,
আল্লাহ মিলবে নারে।
যত নবী-রাসূল,
এই দুনিয়ায় এসেছেন।
তারা সকলেই,
মানবেরে সেবা করেছেন।
মানবেরে সত্যের আলো দেখাতে,
সারা জীবন করেছে পার।
যত নবী ও রাসূল
ঐ সর্বশক্তিমান আল্লার।
তাই মানুষরে যত আপন করবে,
আল্লাহ ততো কাছে আসবে।
মানুষরে যত পর করবে,
আল্লাহ ততো দূরে যাবে।
সকলে তাই মনে মনে,
করি এই পণ।
মানবের সেবা করব মোরা,
যতদিন থাকবে এই জীবন।