যাকে খুঁজে ঐ আঁখি।
তাকে তুমি পাইবে কী,
না মিলায়ে আঁখি তব, তাহার আঁখিতে?
যাকে শুনিতে পাগল, আনচান ও মন।
দিবস রজনী তাকে, করিয়া স্মরণ।
হৃদয় বিনে কী বলো, পারিবে বাঁধিতে?
যার কারনে উদাস, হয় তব প্রাণ।
যদি নাহি রাখো প্রাণে, তাহার তরে যে টান।
পারিবে না তাকে কভু, করিতে আপন।
যাকে নিয়ে ভাবো তুমি, শয়নে স্বপনে।
অশ্রুধারা না ঝরায়ে, সেই সে নয়নে।
কেমনে জীবনে তাকে, করিবে ধারণ?