বুকের ভিতরের জমে থাকা কষ্টের চাপে,
দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম।
শান্তির একটু নিঃশ্বাস,
নেওয়াটাই আজ দায়।
কষ্টের কথাগুলো যে, কাউকে বলে।
কষ্টকে একটু ভাগ করে নেবো।
তাতেও বিপত্তি,
অনলাইনের যুগে,
সকলে নিজেকে নিয়েই ব্যাস্ত।
অফলাইনে অন্যের কথা শুনার,
সময় কোথায়?
দিনের পর দিন, মাসের পর মাস যায়।
নিজেই নিজেকে সঙ্গী করে
দুঃখের কথা শুনাই।
গোপনে খুবই গোপনে,
পাছে কেউ শুনে এটা যেন না বলে,
"একা একা কথা বলে,ব্যাপার কি?
ছেলেটা পাগল টাগল হল নাকি" ?