জীবনের অর্ধেক সময় চলে গেলো,
ঠিক-ভুল শিখতে,
ভালো মন্দের তফাৎ বুঝতে।
পরিবারের সমস্ত বোঝাকে মাথায় নিয়ে,
শক্ত করে দুপায়ে দাঁড়াতে।

দায়িত্বকে কাঁধে নিয়ে টানতে টানতে,
এতটাই মগ্ন হয়ে ছিলাম যে,
মাথা তুলে একটিবার,
ভালো করে জীবনকেই দেখা হয় নাই।

যদি মরনের পরে আবার জীবন পাই।
বাস্তবতা পদে পদে যেই অভিজ্ঞতা,
এই জীবনে শিখিয়ে গেলো।
সেই গুলো দিয়ে ঐ জীবনকে,
একটু আগে থেকেই গুছিয়ে নিবো।

মধ‍্যবিত্ত হয়ে জন্মানোর এ কলঙ্ক,
রাজপুত্র হয়েই, না হয় মুছে দিবো।
নিজ হাতে হত্যা করা প্রত‍্যেকটা ইচ্ছাকে,
এক এক করে নব প্রাণ দিবো।
আর অশ্রুজলে জলাঞ্জলী দেয়া সখের নারীকে।
একদিন সহস্র মালায় বরণ করে নিবো।
হৃদয়ের কুঠোরে লুকিয়ে রাখা তার ছবি,
ছবি থেকে সে দিন বাস্তবে রূপ নিবে।
সুখের পরশে এই জীবনের সমস্ত যন্ত্রণা,
চিরতরে সে দিন ভুলিয়ে দিবে।

আহ্ সেই জীবনকে কবে পাবো?
আদতে কী পাবো? না কি পাবো।