আমার মানব জনম
বৃথা যে পুরোটাই।
দুনিয়ার রঙে মজে,
আখের গেলো কামাই।
স্বার্থের এই পৃথিবীতে,
স্বার্থ না করে অন্বেষণ।
দিনশেষে দুঃখ ছাড়া,
নাই কিছু আহরণ।
জীবন নামক চলচ্চিত্রে,
অভিনয় ছাড়া চলে না।
অভিনেতার ভিড়ে থেকেও,
অভিনয় শেখা হলো না।
না শিখিয়া দুনিয়াদারী
না বুঝিয়া সংসার ।
মায়ার ফান্দে পরে
করি শুধু হাহাকার।