একটা কথা বলব,
রাখবে কি প্রিয়?
আমি মরলে,তোমার বুকে,
আমার কবর দিও।
বহুদিন,বহুপথ ঘুরেছি,
ভিক্ষার ঝুলি নিয়া,গিয়েছি শত দুয়ারে,
তোমার মতন,এমন করিয়া,
কেউ তো টেনে নেয়নি, বুকে মোরে।
দিয়াছে সবাই ছুড়িয়া,ফেলিয়া,
ক্ষত বিক্ষত করেছে এই হৃদয়টারে।
মাটি থেকে তুলিয়া, বুকে টানিয়া,
তুমিই তো জড়ায় ছিলে,পরম আদরে।
শীতল,কমল হৃদয় আমার,
সেই তো প্রথম উষ্ণতার ছোঁয়া পেল।
হতশার গ্লানি, আমানিশা ঘোর,
ললাট থেকে, সেই তাপেই পুড়ে গেল।
ঐ বুকে মাথা রাখিয়া,
সুখের নিদ্রা গিয়াছি শত।
সেই বুকে ছেড়ে আবার মাটিতে,
থাকতে পারবো নাতো।
সকল সুখ নিবে গো কাড়িয়া
জমদূত একদিন জানি,
তোমার বুকে মাথা রাখিয়া।
হয় জেনো মোর ইতিখানি।
রক্ত মাংশের মোর দেহখানি
গোরস্থানে পচে গলে, যায় যাক না মিশে।
স্মৃতি খানি মোর স্বযতনে,
কবর দিয়ো, তোমার বুকের বাপাশে।