দিন এর সূর্য অস্ত যাচ্ছে,
সাথে জীবন সূর্যকে নিয়ে।
ভালবাসা আজো কেঁদে মরছে,
তোমার জন্যে মেয়ে।
ভালোবাসার কাঙাল আমি,
দাঁড়িয়ে ছিলাম হৃদয়ের দ্বার প্রান্তে।
হৃদয় কপাট খুললেনা তুমি,
যাচ্ছি চলে তাই! মৃত্যুর সীমান্তে।
সেই ভোর থেকে,এই সাঝের আঁধার,
অপেক্ষায় প্রহর গুনেছি সারা বেলা।
এতটুকু ভালোবাসা পেলাম না তোমার,
শুধুই জুটিল অবজ্ঞা আর অবহেলা।
এইতো!সূর্যটা ক্ষণ পরে,দিগন্তে লুকাবে,
পৃথিবীকে ঢেকে নিবে, নিকষ আঁধার।
মৃত্যুর আঁধার আমাকেও ঢেকে যাবে,
ফিরবোনা সূর্যের মতো,ভোরে আবার।
রক্ত রাঙা ঐ সূর্যের মত,
বুকে জমা যত প্রেমের বান।
আজ যেন তা রক্তাক্ত এক ক্ষত,
বিদায়ে তোমাকে তাও করিলাম দান।
না! না! ভেবোনা করেছি অভিমান,
এটা ব্যার্থ প্রেমিকের, স্মৃতির নিশানা।
গ্রহণ করিলে, শান্তি পাবে প্রাণ,
আঁধারের যাত্রীর,এই শেষ বাসনা।