আমি আমার মতো করে তোমাকে ভালবাসি।
তোমার মাঝে আমি আমাকে খুঁজে ফিরি
এজন্য পৃথিবীর কোনো জটিলতা আমাকে স্পর্শ করেনা।
তোমাকে ভালবাসি ,
তোমার ব্যক্তিত্ব, কথা বলার ধরন,
আমাকে মুগ্ধ করে প্রিয়।
তবে তোমাকে ভালবাসতেই আমার বুকটা,
কেমন ধরফর ধরফর করে আমি অনেক ভয় পাই,
না তোমাকে আমি অপবিত্র করে ফেলি!
সঙ্গিনীকে ভালোবেসে স্পর্শ করলে সেটা পবিত্রতা পায়
যদিও মনের বিরুদ্ধেই স্পর্শ করছো শুধু শরীর দিয়ে,
এ কেমন পবিত্রতা ?
তোমাকে ভালোবেসে স্পর্শ করলে তুমি অপবিত্র হবে
এইভেবে তোমাকে আর আমার মতো করে ভালোবাসাই হচ্ছে না!
যদি তোমাকে স্পর্শ করে ফেলি যদি তোমাকে অপবিত্র করে ফেলি!
তুমি কি ব্রাহ্মণ তোমাকে ছুলেই তোমাকে গঙ্গা স্নান করতে হবে ?
মন দিয়ে স্পর্শতো করেছি বহুবার তোমার আত্মাকে
তবে তো তোমার আত্মা এখন অপবিত্র !
ক্ষমা করো আমাকে ক্ষমা করো আমার ভালোবাসাকে ।
তোমাকে আমার আর ভালোবাসাই হলো না
আমার মতো করে ||