বৃষ্টি আমার ভালোবাসা
- আরিফ মল্লিক
১৪/০৬/২০২১
+++++++++++++++

বৃষ্টি তুমি আমার প্রিয়ার প্রতিচ্ছবি
তোমার উপস্থিতি আমাকে শিহরিত করে
আমায় ডুবিয়ে রাখে তোমার সৌরভে
তোমার রিমঝিম শব্দে চোখে ভেসে উঠে
আমার প্রিয়ার নূপুর পরা আলতা মাখা পা দুটো,
ক্রমেই আসছে ছুটে আমার পানে।।

সেদিন তোমার গভীরে হারিয়ে ছিলাম
যেদিন তুমি,আমি আর আমার ভালোবাসা
পাশাপাশি অনেকটা সময় কাটিয়েছি এক সাথে,
সেদিন আমি ডুবে ছিলাম তোমাদের মাঝে
আমার সকল সত্তা নিয়ে, হারিয়ে গিয়েছিলাম
কোনো এক অজানা ভূবনে ।।
তুমি ছুঁয়ে দিলে আমার আত্মা পবিত্র হয়
তুমি ছুঁয়ে দিলে আমি আমার ভাবভালবাসা পাই
আমার বাহু বন্ধনে, আমার বুকের মাঝে
আমার সকল অস্তিত্ব জুড়ে,
আমার নিঃশ্বাসে আমার শিহরনে
আমার হৃদ কম্পনে ||

বৃষ্টি তুমি আজো ঝরে পরো সময়ে অসময়ে
ভিজিয়ে যাও আমার শরীর কিন্তু
আমি কেনো শীতল হতে পারি না তোমার স্পর্শে
কেনো খুঁজে পাই না তোমার সেই আলিঙ্গন
কেনো তুমি ছুঁয়ে গেলে শিহরিত হতে পারি না
কিভাবে আমি  খরা হৃদয় সিক্ত করি
আমি যে এখন হৃদয়ের তাপ প্রবাহে অতিষ্ঠ
এক কান্না হীন কেউ ||

বৃষ্টি তুমি ফিরে এসো
তুমি ফিরে এসে আমার ভালোবাসার বৃষ্টিকে বলো
সে যেনো আমাকে আলিঙ্গন করে,
সিক্ত করে তার উষ্ণতায়
আমার পরম আত্মাকে করে বরফের ন্যায় শীতল ||