এক প্রাচীন পথের কবিতা
- আরিফ মল্লিক

অনুভূতি শূন্য পথ,চিন্তা ভেঙ্গে
নিঃশব্দে চলতে চলতে ,
অজানা পথের সন্ধানে হারাতে চায়
চির চেনা পথ |

পথের প্রতিটি আঙুল
চেতনার অনুভূতি ছুঁয়ে যায়,
যেখানে প্রতিটি পথ বাজায়
অপেক্ষার সুর,
মন,হঠাৎ ফিরিয়ে আনে কোনো নিষিদ্ধ স্মৃতি।

এ কোনো দিনের স্মৃতি নয়,
দাবিয়ের আয়োজন ।
কিন্তু মনের অন্ধকারে তখনো অনেক অপেক্ষা মিশে রয়।
এক সময় আসবে
যখন পথের শেষে নিজের আত্মসাক্ষাৎকার হবে,
একাকীত্ব পথের সঙ্গী।

পথে থাকা সব অনুতাপ একে একে হারিয়ে যাবে,
সঙ্গীদের ছেড়ে পেছনে
অন্ধকারে পথের ধূলিতে ।  

অবিচ্ছেদ্য মনের সাথে চলে যাবো অজানা পথে,
আসবে অমিল স্মৃতির সমাধির
অদ্ভুত ছায়া |
পথ সমাপ্তির অপেক্ষায়,
পথের অন্ধকারে মৃত্যুর সীমানা অতিক্রম করে
চলে যাবো নিজের আত্মসাক্ষাৎকারের
পথে |