মস্তিষ্কের গিঁট ছাড়াতে—ছাড়াতে চারদিকে তাকিয়ে দেখি
আনকোরা যে দাঁড়িয়ে আছে
প্রলম্বিত নিঃশ্বাসের অদৃশ্য দাগ রেখায়
ঝুরঝুর করে ঝরে পড়ে মাংসের চাদরে ঢাকা
হতাশায় অপেক্ষমাণ চলন্ত শরীরী শকটÑ
               শকটের এক—একটি যন্ত্রাংশ

কালেভদ্রে যারা ভালো চিন্তা করে-
হঠাৎ হঠাৎ সংবিৎ প্রত্যাবর্তনে নিয়োজিত
             তার ষষ্ঠ ইন্দ্রিয় অঁাতকে ওঠে!
আবারো কি ফিরে যাবে,
বসন ত্যাগের মহিমায় ঝাপটে ধরবে
কালকেউটের প্রতিনিধি-‘ইবলিশ’ যার নাম

হাতছাড়া হয়ে যাওয়ার নিষ্কণ্টক
দলিলে স্বাক্ষর করার আগেই থামিয়ে দিবে কলম।
কপালের বিরক্তির ভাঁজ মুছে দেওয়ার পর
কপোলের তিল সৃষ্টির রহস্যে রাখবে আনাড়ির হাত,
‘তিলোত্তমা’ নাম নিয়ে নগর কাঁপাচ্ছে যে নারী
           তার হাতে তুলে দিবে নতুন প্রভাত।