তুমি আমার ভালবাসা
তুমি আমার আশা,
তোমায় নিয়ে লিখব আমি
প্রেমের একটি ভাষা।

তোমায় নিয়ে গাইব আমি
ভালবাসার গান,
তোমার আমার ভালবাসা
বিশ্বপতির দান।

তুমি রবেনা আমিও রবনা
এই ধারায় একদিন,
তোমার আমার ভালাসার স্মৃতি
রয়ে যাবে চিরদিন।

আমি তোমাকে মনের আবেগে
বেসেছি যে ভাল,
হ্নদয়ের মাঝে রেখেছি তোমাকে
তুমি তো মোর নয়নের আলো।