আমি তরুণ
পূর্বাকাশে সূর্য উঠে-
ভয়ের আঁধার যায় যে দূরে,
তরুণ মনে স্বপ্ন জাগে-
সামনে যাবো ফের এগিয়ে।
নয়তো স্বপ্ন কাচের পাত্র-
ভাঙ্গা-গড়া তরুণ স্বপ্ন,
স্বপ্ন দেখতে নেই তো দোষ-
আসলে বাধা হবো না আপস।
আমি বৃদ্ধ নই, আমি মৃত নই-
আমি যে নবীন তরুণ,
মহাবিশ্ব জয় করিব,
কে করিবে বাড়ন।
ওহে তরুণ!
তুমি বিশ্ব করিবে জয়?
কি করে সম্ভব!
বলিলাম আমি,
আকাশের চেয়েও বিশাল-
বিভাকরের চেয়েও তেজ্বি-
হিমকরের চেয়েও সুন্দর -
আছে আমার হিম্মত।
আমি তরুণ!
স্বপ্ন দেখিতে কিসে ভয়-
বিশ্ব আমি করিবো জয়,
শক্তি আমার তারুণ্যে-
হিংসুক দের হবে ক্ষয়।
সময় এসেছে জেগে উঠার-
রণাঙ্গনে আগে সবার,
আমি অশ্ব
আমি দিবাকর
আমি উগ্র
আমি বর্বর
আমি তরুণ!
বিশ্ব করিব জয় কে করিবে বাড়ন!