এই যে খোকা বলছি তোমায়,
এখন তুমি থাকছো কোথায়?
বলছি কি গো–শুনছ তুমি,
থাকছে আমি ঐ পাড়া গায়।
গায়ের ছেলে!
যাও চলে যাও গায়ের কুলে,
কাজ কি তোমার, লোকের ভিড়ে?
বলছি কি গো–
এই শহরে যায় কী পাওয়া,
মন প্রশান্তির হিমেল হাওয়া?
ওই যে দেখি–
লোহার জানে চরছে মানুষ–
মিশছে হাওয়ায় বিষের ফানুস!
দেখছি কি গো এই শহরে,
ছুটছে মানুষ বাঁচার জন্যে।
থাকবো না ভাই এই নগরে,
মিথ্যা মায়ার লোকের ভিড়ে।
চলছি আমি যাচ্ছি ছেড়ে,
ফিরছি আমার, সবুজ গায়ে।