তুমুল স্রোতে বয়ে চলা নদী র ভাটা পড়ে
প্রচণ্ড খরতাপের মরু বুকেও বৃষ্টি নামে
জীবন তো ভাটা পড়া নদী আর মরুর মরীচিকা
ক্ষমতা ও দ্বন্দ্বের নে শাক্ত মানুষের কি অদ্ভুত অহমিকা!
কবি-রা মূল্যহীন, মনুষ্যত্ব বিলীন এ-ই তো–পুঁজিবাদী দুনিয়া
খাও দাও ফুর্তি করো দিচ্ছে শ্লোগান পাপিয়া!
ওরে নরাধম! দুনিয়া নয়তো আপন
মনুষ্যত্বের মূল্য কি বুঝবি।
মানুষে মানুষে বিভেদ সৃষ্টি– (করে)
রক্ত গঙ্গা ভাসিয়ে দিলি সে দিক গিয়েছে কি দৃষ্টি!
না-কি মরণ বরণে ভয় হীন তোর আত্মাটা
ভাগাড়ে ফেলা ময়লার ন্যায় পঁচে গেছে মন
মননশীল সমাজে তোকে ভাবে কে আপন!
ওরা তো বিবেকহীন, পেয়েছে বুদ্ধি লোপ
সত্য কে মিথ্যা বলে বিশ্ব ব্যাপি প্রচার করে
দেখিয়েছে শুধু মনুষ্যত্বের প্রতি খোভ!