স্বাস্থ্য শাস্ত্রের পন্ডিতের চাদা শত চাদি
আত্ম শাস্ত্রের পন্ডিতের কেন তবে এক রতি!
সোনার খাঁচার কি মূল্য যদি না মিলে শখের পাখি?
খানা দানা মিলে সব, মিলে নামি দামি আসন
অশান্ত আত্মারা শান্তি চায়— শান্তি চায়!
শান্তির পথে উড়ে গেলে হবে কেন তবে এতো কথন!
রূপ রস যৌবনের লেগে থাকা রঙ
গগন তো সাদা নয়, সাদা তোর মন!
চাকচিক্যের দুনিয়ায় কি যে মায়া-মমতার বন্ধন
বাহু ডোর ছেড়ে উড়ে যায় পাখি— পরিশেষে নরকের ইন্ধন!