বাগানের সদ্য ফুলটাও ঝরে যায়
মিলিয়ে যায় তার সুভাষ,
ভরা নদী তেও চর ভাসে
এতো নিয়তির পরিহাস!

এতো অভিশাপ নয়, এ প্রকৃতির শিক্ষা,
প্রকৃতির বুক ছুয়ে কবিরা নিয়েছে দীক্ষা।

ওহে অনাগত! শুনে রাখ–
অনলের উত্তাপ, তীব্র দাবদাহ, অসহ্য যন্ত্রণায়–
কাঁদা মাটি হয়ে যায় শক্ত!
অতঃপর দ্যাখ–
ঝড় বৃষ্টির শত আঘাতেও নড়বড়ে নয় তার ভিত্ত!

এ-তো প্রকৃতিরই শিক্ষা!

সংক্ষিপ্ত