আমি দেখেছি সমুদ্র
চেখেছি তাঁর নোনা জল
মরুৎের তাণ্ডব দেখেছি
দেখেছি গ্রীষ্মে জন্মানো মরূ ফল।

দেখেছি হিমালয়
খরস্রোতা নদী
সুমেরুর তীব্র শীতলতা,
শশীর লাবণ্য দেখেছি
দেখেছি মহাবীর খালিদের ক্ষিপ্রতা।

দেখেছি আকাশ-পাতাল।
ঐ দূরের গ্রহ-নক্ষত্রে
এ-ই অসীম জগতে দেখেনি শুধু–
অতি ক্ষুদ্র আমার আমি কে!

    আরিফ
০২.১০.২০২৩