একটি ঘরে
দুইটি ছেলে
একটি ছেলে কামলা
সেই ছেলেটির
উপর করে
মনিব ছেলে হামলা।
থামলে কাজে
চর মেরে দেয়
বললে কিছু
যায় তেড়ে যায়
কভূ যদি হয়রে কাজে ভুল,
রাত দিনভর
মার খেতে হয়
তিক্ত কথার
ঝার খেতে হয়
দিতে হয় যে সেই ভুলের মাশুল।
মনিব ছেলে
খায় কত কি
কোরমা পোলাউ
ফিরনি ও ঘি
আরো যে খায় কমলা-লেবুর জুস,
কামলা ছেলে
পায়না কিছু
জীবন তাহার
নোংরা নিচু
ক্ষুদার জ্বালায় হারায় কভূ হুশ।
মনিব ছেলে
শীতের দিনে
অনেক দামের
জ্যাকেট কিনে
শীতের মাঝেও পায়যে সাধের উম,
কামলা ছেলে
শীতের মাঝে
উদাম দেহে
মনদে কাজে
ঠান্ডা শীতল ফ্লোরে যায় ঘুম।
এমন জালিম
কেউ হয়োনা
ওদের কষ্ট
আর দিয়োনা
তোমার মত মানুষ ওরাও ভাই,
ওদের যিনি
করছে গরীব
তোমায় তিনি
করছে মনিব
জুলুম করার অধিকার যে নাই।
ওদের কাজকে
হালকা কর
মুক্ত মনে
আদর করো
ওদেরকে দাও মরযাদার স্থান,
ওদের মুখে
ফুটলে হাসি
প্রভূ নিজেই
হবেন খুশি
তোমায় তিনি করবে শান্তি দান।
(AB01052017)