যেই জনতার টাকায় দেশে
নির্মাণ হয় সেতু
সেই জনতার টোল প্রদানের
রয়কি কোন হেতু?
টোল কি তবে ফেরত দেবে
আম জনতার কাছে
আল্লাহই জানে কে খাবে তা
কে আছে এর পাছে?
আমরা তো সাধারণ মানুষ
এসব নিয়ে ভাবতে নাই
চোখ কান মুখ বন্ধ রেখে
কোন মতে বাচতে চাই।
(AB16062022)