পথের ধারে যেই ছেলেটি
অনাহারে থাকে
সভ্য সমাজ তাকেই কিন্তু
টোকাই বলে ডাকে।
সেই ছেলেটার মুখে তুলে
দেয় না কেউ আহার
স্বাধীন দেশে সেই ছেলেটা
পায়না অধিকার।
কঠিন শীতের রাতেও কোন
পোশাক নাহি পায়
ধরার বুকে ওদের জন্য
বেঁচে থাকা দায়।
ক্ষুদার জালা নিবারণে
ডাষ্টবিনেতে যায়
কুকুর এবং কাকের সাথে
নোংরা খাবার খায়।
দিনের শুরু পথেই ওদের
পথেই কাটে রাত
অসুখ হলেও ওদের প্রতি
বাড়ায়না কেউ হাত।
বন্ধু এসো আমরা গিয়ে
দাড়াই ওদের পাশে
অসহায় এ মানুষগুলো
একটু যেন হাসে।
ওদের মুখে ফুটলে হাসি
হাসবে এই ভুবন
খুসি হবেন মহান প্রভু
করবেন শান্তি দান।
(AB15102019)