ঘুড়তে গেলাম ক'জন মিলে
সূর্যমুখীর বাগে
সূর্যমুখী বললো আমায়
আইলি না ক্যান আগে।
এখন আমার বয়স বেড়েছে
জীবন প্রদীপ নিভু
বয়সের ভারে গিয়েছি নুয়ে
হয়েছি এখন কাবু।
হারিয়ে গেছে রুপের শোভা
হয়েগেছি শ্রী হীন
কেউ নেই আজ আমার কাছে
ধুকে ধুকে কাটে দিন।
শিক্ষা নে তোর রুপ যৌবন
বাকি রবে যতদিন
মানুষ্য সমাজে মান সম্মান
পাবি তুই ততদিন।
যবে যৌবন হারিয়ে যাবে
থাকবে না তোর দাম
এক যুগ পরে রবে না স্মরন
কারো মনে তোর নাম।
রুপের চর্চা না করিয়া তাই
আমলের চর্চা কর
দুনিয়ার পিছু না ছুটিয়া তুই
সুন্নাতি প্রান গড়।
মিলবে তবে প্রভুর দিদার
অগনিত নিয়ামাত
হৃদয় জুড়ানো আবাস্থল
সুখময় জান্নাত।
(১৪০৫২০২০)