সাত চল্লিশে প্রথম স্বাধীন
একাত্তরে পূণর্বার
চব্বিশ সালে দুর করেছি
জুলুমবাজ এক স্বৈরাচার।

দূর্নীতিকে ও স্বজনপ্রীতি
করবো বিদায় চান্দাবাজ
এদেশ থেকে তাড়িয়ে দিব
ভিনদেশী সব ধান্দাবাজ।

একতাবদ্ধ হয়েছি সবাই
ন্যায় ইনসাফে গড়বো দেশ
বিশ্বের মাঝে মডেল হবে
সমৃদ্ধশালী বাংলাদেশ।

১৬/১২/২০২৪