সবুজ শ্যামল সুজলা সুফলা বঙ্গ নামের ভুমি
প্রকৃতি ঘেরা স্বাধীন এদেশে জন্ম নিয়েছি আমি।
খুব সহজেই হয়নি স্বাধীন আছে তার ইতিহাস
এ মাটির বুকে দাফন হয়েছে লাখ শহিদের লাশ।
ইংরেজ এসে করেছে শোষণ দুইশো বছর প্রায়
লাখ লাখ প্রাণ বিয়োগের পরে হয়েছে মোদের জয়।
মুসলিম বলে পাকিস্তানের সঙ্গী হয়েছি মোরা
স্বাধীন জাতি আহ্লাদে মাতি খুশিতে আত্মহারা।
হঠাৎ করেই নেমেছে আঁধার শাসক দলের মনে
লাখ বাঙালীর ভাষার উপর প্রথম আঘাত হানে।
জীবন দিয়েছি ভাষার জন্য আপোষ করিনি মোরা
তাইতো আজকে বাংলা ভাষা বিশ্বে সবার সেরা।
পূর্ব এবং পশ্চিম মিলে যদিও পাকিস্তান
দুদেশের মাঝে ছিলনা সাম্য ছিল শত ব্যবধান।
সাম্যের তরে লড়েছি মোরা জীবন করেছি শেষ
একাত্তরে পেয়েছি প্রথম স্বাধীন বাংলাদেশ।
স্বাধীন বাংলা সাজাতে যাদের দিয়েছি শাসনভার
নিজেদের উন্নয়ন করেছে কেড়ে নিয়ে অধিকার।
জীবনের দানে বার বার মোরা বদল করেছি লোক
হয়নিকো লাভ আম জনতার বেড়েছে শুধুই শোক।
সংবিধানের পরিবর্তন দেখেছি সতেরো বার
ক্ষমতায় যারা গিয়েছে তারা হয়েছে স্বৈরাচার।
দূর্নীতিতে বারবার দেশ হয়েছে নম্বর ওয়ান
বিদেশে নেতার বাড়ী গাড়ী হয় খুধা সয় জনগণ।
একাত্তরের চেতনার নামে শোষিত হয়েছি মোরা
স্বাধীন দেশের পরাধিন জাতি মোরা অধিকার হারা।
বৈষম্যের ছড়াছড়ি নেই সাম্যের ছিটে ফোটা
মেধাবী সমাজ বঞ্চিত আজ রাস্ট্র চালায় কোটা।
ছাত্র সমাজ করে প্রতিবাদ পেতে চায় অধিকার
স্বৈরাচারের দোষর তাদের বলে দেয় রাজাকার।
রাজাকার বলে শোষকের দলে গুলি ছোড়ে অবিরত
জননীর বুক খালি হতে থাকে একাত্তরের মত।
রাজপথে আসে সন্তান হারা জননী জনক সব
দেশ জুড়ে ওঠে স্বৈরাচারের পতন চাই এ রব।
শত শত প্রাণ ঝড়ে যায় তবু আপোষ করেনা কেউ
স্বৈরাচারের গদিতে লাগে ছাত্র জনতার ঢেউ।
গণজোয়ারের ভারী এ তুফানে গদি হয় খান খান
দেশ ছেড়ে করে স্বৈরশাসক ভিনদেশে পালায়ন।
চব্বিশ সালের পাঁচই আগস্ট জাতির মুক্তি হয়
হাফ ছেড়ে বাঁচে সাধারণ মানুষ মনখুলে শ্বাস নেয়।
স্বৈরাচারের সহযোগী সব পালায় সংগোপনে
ছাত্র সমাজ মনোযোগ দেয় স্বাধীন দেশ গঠনে।
শৃংখলা বজায় রাখতে দেশের খেটে যায় রাতদিন
শোধ হবে না কভু কখনো তাদের এ সব ঋণ।
আমলারা সব সাবধান আজ করে নাক দূর্ণীতি
জনতার মাঝে ভেদাভেদ নাই বেড়েগেছে সম্প্রীতি।
চাঁদাবাজি নাই দেশের কোথাও আছে হৃদয়ের মিল
বিপদে বন্ধুর পাশেতে দাড়াই খুলে মোরা মনদিল।
এ কাজে মোদের অংশগ্রহণ ছিল যে সবার আগে
মানুষের তরে প্রস্তুত মোরা সকল প্রকার ত্যাগে
উন্নয়ন ও কল্যানকর গড়বো ন্যায়ের দেশ
পৃথিবীব্যাপী ছড়াবে দ্যুতি সোনার বাংলাদেশ।
৫ই সেপ্টেম্বর-২০২৪ (ডেমরা, ঢাকা)