অসুস্থ এই সমাজটাকে
দাওয়াই দিয়ে সুস্থ হতে
আমরা খুঁজে ফিরি একজন ডাক্তার
সুদ ঘুষ আর দূর্নীতিতে
নোংরামি স্বজনপ্রীতিতে
আক্রান্ত এই সমাজের সকল সেক্টর।

গেমস্ এ পাগল ছাত্র সমাজ
নেশায় বিভোর যুব সমাজ
নিজকে নিয়েই ব্যস্ত আজি শিক্ষক মহোদয়
ব্যবসায়ীরা দিচ্ছে ভেজাল
দাম বাড়াতে হচ্ছে মাতাল
ভক্ষক রুপে দিচ্ছে দেখা রক্ষক মহাশয়।

স্বাস্থ্য খাতে পুকুর চুরি
চিকিৎসকের বাড়ছে ভুঁড়ি
দালালচক্রে ভরে গেছে সকল হাসপাতাল
কর দিচ্ছে আম জনতা
ভোগ করছে দলের নেতা
উন্নয়নের জোয়ারে দেশ যাচ্ছে রসাতল।

আইন আছে তার নাই প্রয়োগ
সত্য কথা বললে বিয়োগ
খুন গুম চলে অনায়েসে হয়না তার বিচার
ধর্ষণও হয় হামলাও হয়
আদালতে মামলাও হয়
অপরাধীরা মামার জোরে যাচ্ছে পেয়ে ছাড়।

সমাজ কর্মী আজ বেখবর
মানবতার হচ্ছে কবর
প্রশাসন ও আমলারা সব হচ্ছে দলের দাস
খানকা নিয়েই ব্যস্ত আলেম
শক্তিশালী হচ্ছে জালেম
প্রতিদিন-ই পড়ছে দেখ আম জনতার লাশ।

রাজনীতিবিদ রক্ত চোষে
সন্ত্রাসী আর গুন্ডা পোষে
জনগণের জন্য তাহার কোনই দরদ নাই
এক এক করে সবাই মরুক
লাশের সারি যতই বাড়ুক
ক্ষমতাটা নিজের করে চাই যে পেতে চাই।

দেশ চালাবার ভ্রষ্টনীতি
তাইতো আজ এই পরিস্থিতি
চিন্তাবিদরা পেয়েছে খুঁজে ইহার সমাধান
সমাজটাকে সুস্থ করতে
দায়িত্ব নাও নিজের পরতে
মহান রবের কুরআন বানাও দেশের সংবিধান।
(AB25102021)