ভোর বিহানে পুব গগনে
মিস্টি রবি আসে
বিলের জলে পাপড়ি মেলে
শাপলা কেয়া হাসে।
খুব সকালে পাখির গলে
মনকাড়া সুর বাজে
শিশির দলে রাখাল ছেলে
যায় ছুটে যায় কাজে।
কৃষক ছোটে ক্ষেতের পানে
আনতে ফসল ঘরে
জেলেরা মাছ শিকার করে
ছোট্ট নায়ে চড়ে।
কুরআন বুকে মক্তবে যায়
ছোট্ট শিশুর দলে
উজান গাঙে নায়ের মাঝি
রং মেখে পাল তোলে।
কুসুমবাগে পাপড়ি মেলে
সুবাস ছড়ায় ফুল
সকাল বেলার রুপ দেখিয়া
হৃদয়টা আকুল।
(AB01032020)