পড়া লেখা চলছে তো
আরো বেশী পড়ো
পড়ে পড়ে তারপর
স্বপ্নটা গড়ো।

স্বপ্নের ফেরী করো
এগাঁও ওগাঁও
পড়তে থাকিও তুমি
যেখানে যা পাও।

পড়ে পড়ে পড়ুয়া
হতে যদি পরো
জেনে রেখ তুমি হবে
সব চেয়ে বড়।
(AB09052020)