পথহারাদের দিয়েছো দিশা
কখনো চাওনি বিনিময়
রব হারাদের দিয়েছো তুমি
মহান রবের পরিচয়।
দ্বীনের ঝান্ডা হাতে নিয়ে তুমি
ছড়িয়ে পড়েছো বিশ্বময়
রুহানিয়াত ও জিহাদের মাঝে
করেছো অপূর্ব সমন্বয়।
বাতিলের চোখে তুমি ভয়ানক
মুমিনের চোখের শীতলতা
তোমাকে নিয়েই আজ আমাদের
হৃদয়ের সব আকুলতা।
চিরকাল থেকো মহাসুখে তুমি
মহান প্রভুর রহমতে
হে প্রিয় শায়েখ, একটাই আশা
দেখা পাই যেন জান্নাতে।