আম জনতার স্বপ্ন ছিল
পদ্মায় হবে পুল
এই নিয়ে বেশ কটি বছর
চলছে হুলুস্থুল।

এপার ওপার সংযোগ হবে
থাকবে না আর ভয়
নদীর কুলে আর হবে না
সময়ের অপচয়।

এত্ত বড় প্রজেক্ট যে তার
খরচ অনেক বেশি
বাস্তবায়ন করতে চাইছি
সাহায্য ভিনদেশী।

বিশ্ব ব্যাংক সে ঋণ দিলনা
চোর বলল শেষে
বিশ্ববাসী বন্ধু হয়ে
কেউ এলো না পাশে।

দেশের টাকায় গড়বো সেতু
এই করেছি পণ
স্বতস্ফূর্ত এগিয়ে এলো
দেশের জনগণ।

স্বপ্ন পূরণ করতে যখন
শুরু হলো কাজ
দেশপ্রেমিকের রুপ ধরিল
সব দূর্ণীতি বাজ।

কৌশল করে বলল নদীর
তলাতে নাই মাটি
বাজেট বাড়াও তৈরী করতে
নদীর মাঝের খুটি।

বাড়লো বাজেট করলো খরচ
আম জনতার টাকা
এক ব্রিজেই আম জনতার
পকেট হলো ফাকা।

এবার দ্রব্যমূল্য উর্ধ্বোলোকে
ছুটছে লাগামহীন
ক্ষুধার জালায় আম জনতা
কেদেই কাটায় দিন।

সেতুর উপর জালতে আলো
বিদ্যুৎ হবে ব্যয়
তাই মার্কেট সব বন্ধ রাখি
রাত্রী যখন হয়।

বানের জলে দেশটা জুড়ে
যখন হাহাকার
উদ্বোধনের নামে তখন
আরেক অবিচার।

দুইশো কোটি বাজেট হলো
উদ্বোধনের তরে
যদিও বা আম জনতা
না খেয়ে সব মরে।

ক্ষুধার জালায় সেতুই খাবো
সেতুই পড়বো গায়
সেতুই হবে জীবন মরন
ভবিষ্যত বাংলায়।

আতংকিত  দেশটা নিয়ে
তাই বিশিষ্ট জনে
এই বুঝি দুর্ভিক্ষ এলো
দেশের সকল জোনে।

দুর্ভিক্ষ আর দেউলিয়া হোক
স্বপ্ন পদ্মা সেতু
বাংলাদেশের উন্নয়নের
এটাই ধুমকেতু।

(AB16-24062022)
(সশয)