নতুন  আলো নতুন আশা
নতুন দিনের গান,
স্বপ্ন ভরা হৃদয় জুড়ে
দীপ্ত আহবান।

সূর্য মামার অস্ত কালে
নতুন চাঁদের হাসি
আঁধার এলে জোস্না ঢালে
তারকা রাশি রাশি।

নতুন বছর দীপ্ত শপথ
গড়বো এই জীবন
নতুন করে তুলবো গড়ে
সুখময় ভুবন।

(এবি-০১০১২০২৫)