আকাবাকা পথ ধরে
কল কল সুরে
থৈ থৈ জলরাশি
বয়ে চলে দুরে।
দুধারেই কাশবন
সবুজের মেলা
ঢেউ ঢেউ নাচানাচি
টগরের ভেলা।
ঝাঁকে ঝাঁকে বালি হাস
লুটোপুটি খেলে
কখনোবা দুরাকাশে
উড়ে ডানা মেলে।
পাল তোলা নাও গুলো
যায় বহুদূর
মাঝিদের গলে শুনি
ভাটিয়ালী সুর।
দ্বিধাহীন বাধাহীন
চলে নিরবধী
এই হলো বাংলার
অপরুপ নদী।
(AB27102019)