আহত হৃদয় ব্যাথায় কাতর
মৃত্যুর অপেক্ষায়
ছোট্ট জীবন তিলে তিলে শেষ
শত শত পরীক্ষায়।

বিরহ অনলে জলছি আমি
টিকে আছে শুধু ছাই
সহিতে পারিনা এ ব্যাথার ভার
প্রভুগো মুক্তি চাই।

(AB29122024)