মৃত্যুটা এসে যবে
নিয়ে যাবে মোরে
পৌঁছে দিবে সবে
আমাকে সে ঘরে।

একাকী রবো আমি
থাকবে না সাথী
আধারে রবো ডুবে
দিবে নাকো বাতি।

সাথিহীন বাতিহীন
একাকী সে ঘর
কারো হবে জান্নাত
কারো হবে নার।

ঈমান আমল যদি
ইখলাস রয়
সফলতা আসবেই
থাকবে না ভয়।
(AB24102021)