জানো!
মনটা আমার ভীষণ খারাপ
কয়েক বছর ধরে
সুখ পাখিটা হারিয়ে গেছে
সুদূর অচীন পুরে।

প্রশ্ন করবে কেন?
কান খুলে তবে শোন,

নিত্য যা চাই দামটা তাহার
আকাশ ছুয়েছে আজ
অনিয়ম সব নিয়ম হয়েছে
হারিয়ে গিয়েছে লাজ।

কবর হয়েছে এ মাটির বুকে
মানবতা নাম যার
জীবনের দামে কেনা স্বাধীনতা
নেইযে বহল আর।

সুদ ঘুষ আর চাঁদাবাজি চলে
শহর নগর গাঁয়ে
মুর্খেরা আজ দেশটা চালায়
ডান দিক রেখে বাঁয়ে।

দেশ প্রেমিকের রূপ ধরে কেউ
দেশটাকে বেঁচে দেয়
ক্ষমতার লোভে কেউবা আবার
বিদেশী গোলাম হয়।

ধর্মের পোশাক গায়ে পড়ে কেউ
করে আলিশান বাড়ি
স্বাধীনতা পেতে আবরু হারায়
স্বাধীনতা কামী নারী।

সেবা নাম দিয়ে ডাক্তার বাবু
কেড়ে নেয় সব কিছু
উকিল কিংবা ইঞ্জিনিয়ার
সবাই এমন নিচু।

মালিকরা আজ শ্রমিক খাটায়
দেয়না শ্রমের দাম
শ্রমিকরা আজ মালিক ঠকায়
করেনা সঠিক কাম।

গুরু শিষ্যের সম্পর্ক আর
নেইকো আগের মত
শিক্ষকরা আজ ছাত্রের হাতে
হয় ক্ষত বিক্ষত।

মা বাবার প্রতি সন্তান তাহার
বড়ই উদাস থাকে
জন্মদাতা মাতা ও  পিতাকে
বৃদ্ধাশ্রমে রাখে।

আলেম ওলামা পীর মাশায়েখ
তারাও চায় যে টাকা
এসব দেখেও বলতো যায় কি
কোন রূপ ভালো থাকা?

(AB07122023)