বল দেখি তুই মানবতা
কোথায় গেল আজ
কোন শশ্মানে আছে বল
মোদের এই সমাজ।
খুন গুম চলে অনায়াসে
বিচার কোথাও হয়?
অপরাধী সে কিশের জোড়ে
ক্ষমা পেয়ে যায়?
দূর্ণীতি দুঃশাসন চলে
সুদ ঘুষ চলে ভাই
দেশটা জুড়ে তাই আমাদের
শান্তি কোথাও নাই ।
এসো ভেঙ্গে দিয়ে নতুন করে
সাজাই এই সমাজ
দেশটা জুড়ে কায়েম করি
মহান প্রভুর রাজ।
আসবেই সুখ থাকবে না দুঃখ
পাবো জানি ন্যায় বিচার
শান্তি সুখে থাকবে জাতি
ফিরবে সবার অধিকার।
(AB15102021)