এই শহরে আমার ছিল
মামীর একটা বাসা
তাঁর বাসা তে কখন যাবো
থাকতো মনে আশা।
মামীর হাতের রান্না ছিল
খুবই মজাদার
নাই তুলনা মোদের প্রতি
তার ভালোবাসার।
মামির আদর আমার প্রতি
ছিল অনেক বেশি
তার বাসাতে গেলে তাইতো
মনটা হতো খুশি।
এই শহরেই থাকি এখন
কিন্তু মামি নাই
মহান রবের কাছে তাহার
জন্য নাজাত চাই।
(AB01102024)