লক্ষ্য যেথায় দৃষ্টি সেথায়
রাখতে হবে সর্বদা
লক্ষ্য পূরণ করতে হলে
রুখতে হবে সব বাধা।

রক্ত ও ঘাম শ্রম দিব আর
রাখবো দূরে সুখ ও ভয়
জীবনটাকে বিলিয়ে হলেও
করবো আমি বিশ্ব জয়।

(AB07012025)