মুমূর্ষু এক কবি
দিন রাত খেটে, মাঠে ঘাটে হেটে
একেছে বাংলার ছবি।
বাস্তবে আছে মিল
করুন কাহিনি, চোখে আনে পানি
ভেঙে যায় মন দিল।
হলুদ রঙের খামে
পড়িবার তরে, জনতার ধারে
পাঠালেন সবখানে।
নিয়েছি তা আজ হাতে
কবির এ চিঠি, পাঠ করি শোন
লিখেছেন কী তাতে?
আমার দেশের চিত্র আজকে
বলে যাই শোন সবে
বাস্তব কথা বলে যাই কিছু
জানিনা কি লাভ হবে।
নিত্য দিনের পণ্য গুলোর
মূল্য বেড়েছে আজ
মানবতা আজ হারিয়ে গেছে
হারিয়ে গেছে লাজ।
গরিবের পেটে দিচ্ছে লাথি
ধনের মালিক যারা
অনিয়ম যত নিয়ম করেছে
এদেশের আমলারা।
ঘুষ ছাড়া আজ মেলেনা দেশে
সরকারি কোন সেবা
সবখানে চলে নেয়া দেয়া এর
প্রতিবাদ করে কেবা।
সরকারি সব অফিস গুলোতে
দালালের ছড়াছড়ি
হাতের মুঠোয় গুজে দিলে কিছু
কাজ হয় তারাতারি।
চাঁদাবাজি আর জুলুম এখন
হয়েছে দেশের নীতি
চোর গুন্ডা আর বদমাইশ যারা
তারা করে রাজনীতি।
সুস্থ মানুষেরা রাজনীতি ছেড়ে
বহু দূর চলে গেছে
অসুস্থ আর নোংরা খেলায়
রাজনীতি মেতে আছে।
দেশের সেবায় রাজনীতি নয়
উৎস তা আজ আয়ের
নেতারা আবরু নেয় কেড়ে আজ
আপন বোন ও মায়ের।
লুটপাটের এক আখড়া হয়েছে
চিকিৎসালয় গুলো
আদালতে গেলে নিয়ে যায় সব
চোখে মুখে দিয়ে ধুলো।
উন্নয়নের নামে চলে দেশে
দূর্নীতির উৎসব
বিদেশ পাচারে চলছে লড়াই
এদেশের সম্পদ।
যারা আজ বেশী শিক্ষিত হয়
বড় বড় অফিসার
আম জনতার রক্তে গড়ায়
সম্পদের পাহাড়।
মা বাবারা আজ অবহেলিত
সন্তানেরাও তাই
মনুষত্ব আর মানবতা আজ
মানুষের মাঝে নাই।
হানাহানি আর দেশ জুড়ে চলে
জুলুম অত্যাচার
ক্ষমতা বাঁচাতে কেউ তাহা পেতে
করে যায় অনাচার।
শিক্ষার থেকে দূরে চলে গেছে
নীতি নৈতিকতা আজ
বিদ্যালয়ের ভিতরেই চলে
মাদক নেশার রাজ।
পড়ালেখা বাদ চলে সেথা আজ
বাস্তব রণক্ষেত্র
হানাহানি আর নেশায় জড়িয়ে
মেধাবী ছাত্রী ছাত্র।
মানব সেবার নাম দিয়ে কেউ
আবেগকে করে পুজি
মানব দেহটা বেঁচে দিয়ে কেউ
কামায় নিজের রুজি।
পাঁচটি দশক পেরিয়ে গেলেও
স্বাধীন হওয়ার পর
এখনো দেশের অনেক মানুষ
পায়নি তাদের ঘর।
রেল লাইন আর বাস স্টান্ডে
ঘুমায় কত্ত শিশু
ডাস্টবিনে গিয়ে খাবার কুড়ায়
মানুষ এবং পশু।
প্রতিবেশী আজ বন্ধু না হয়ে
প্রভুর আসনে বসে
তাবেদার কিছু গোলাম খাটিয়ে
আমার এদেশ চষে।
ভাইয়ের জীবন বোনের আবরু
বাবার রক্তে কেনা
দেশ নিয়ে চলে বিদেশের সাথে
বিক্রির লেনা-দেনা।
হয়তোবা কভু শুনবে খবর
হারিয়েছি স্বাধীনতা
সময় থাকতে জেগে ওঠো ফের
শুনে এ কবির কথা।
লিখে লিখে আমি ক্লান্ত হলাম
এলোমেলো হলো কেশ
বিশ্বাস করো এভাবেই চলছে
আমার বাংলাদেশ।
০১/০৭/২০২৪-ঢাকা