নিজ দেশে বাস করি যেন পরদেশী
আজ শত্রুর ভুমিকায় পাড়া-প্রতিবেশী

মৌলিক অধিকার আছে খাতা কলমে
বাস্তবে দেশ ভরা জালিম আর জুলুমে।

স্বাধীনতা আনতে ঘোষণাটা ছিল এই
কাগজে এসেছে ঠিক বাস্তবে কিছু নেই

অধিকার নেই আজ নেই যে মানবতা
ন্যায় বিচার নেই সাম্য ও সমতা।

বাঁচিবার ইচ্ছেটা থাকে যদি হৃদয়ে
জীবনের মায়া ভুলে তোল সব জাগিয়ে।

অধিকার আদায়ে ফের তোল তাকবীর
ঐক্যের আওয়াজ নিয়ে জেগে ওঠো ওহে বীর

তোমার এই দেশটাকে তুমিই করো শুদ্ধ
প্রয়োজনে হোক আবার মুক্তির যুদ্ধ।

(AB19122022)