পৃথিবীটা ঠিক যেন ভাই
পরীক্ষার এক হল
আখিরাতে পাওয়া যাবে
ইহার ফলাফল।

জীবন হলো খাতা আমার
কলম হলো কাজ
প্রশ্নপত্র কুরআন হাদীস
ইজমা ও কিয়াস।

লিখতে পারি খুশি মত
ইচ্ছে আমার যা
সঠিক হলে ইনাম পাবো
ভুল হলে সাজা।

পাঠিয়েছেন মহান প্রভু
সময় দিছেন বেঁধে
অবহেলায় কাটছে সময়
সুযোগ কি আজ দেবে?

অল্প সময় বাদেই প্রভু
পেপার দিবেন টান
এই ফাকে তাই শক্ত করি
তার প্রতি ঈমান।

ইলেম আমল অল্প হলেও
রয় যদি ইখলাস
ফলাফলের দিনে হয়তো
করতে  পারি পাশ।
(AB05082020)