ইংরেজীটা ভিশন কঠিন
পড়তেও খুব বাজে
তবুও তার ডিমান্ড প্রচুর
লাগে অনেক কাজে।

বিশ্বজুড়ে দখল যে তার
তুলনাহীন ভাষা
কঠিন হলেও শিখতে হবে
এই ছিল মোর আশা।

শিখতে গিয়ে এখন আমার
এই অনুভব হয়
ইচ্ছে থাকলে খুব সহজেই
রপ্ত করা যায়।
(AB08012025)