আমার শুধু ইচ্ছে করে
পাখির মত উড়তে
ছোট্টো ডানায় ভর করিয়া
এদেশটাতে ঘুরতে।
আমার শুধু ইচ্ছে করে
ঝর্ণা হয়ে ছুটতে
রঙ বেরঙের পাপড়ী নিয়ে
ফুল কাননে ফুটতে।
আমার শুধু ইচ্ছে করে
নদীর জলে ভাসতে
বিলের জলে পদ্ম কেয়ার
সাথে মিলে হাসতে।
আমার শুধু ইচ্ছে করে
সূর্য হয়ে উঠতে
ঝিলিমিলি আলো দিয়ে
সকল আঁধার টুটতে।
(AB13102021)