ধানসিড়ি নদীটার
ভরে গেছে দুটি ধার
জনতার দখলে সে পড়ছে মারা

ঐতিহ্য এ জেলার
পথে আজ হারাবার
বর্ষাকালেও সেথা দেখি যে খরা

নেই কোন রক্ষক
সকলেই ভক্ষক
নদী খননের টাকা লুটেপুটে খায়

বয়ে চলে নিরবধি
নিরব ভাষায় নদী
বাঁচাতে মোদের তরে আকুতি জানায়

কবিদের স্মৃতি আছে
কাব্যের প্রীতি আছে
তাই আজো বেঁচে আছে আমাদের মাঝে

হারাতে চাই না তা
চাই তার নাব্যতা
নবরুপে গড়বো তাকে আমাদের কাজে।

রুপ পাবে অতিতের
স্রোতের ধারায় ফের
চারিদিকে শোনা যাবে কল কল তান

ছোট ডিঙি নায়ে চড়ে
দেখবো তা মন ভড়ে
রাখবো স্মৃতির মাঝে করে অম্লান

লাল নীল পাল তুলে
ভাটিয়ালি সূর তুলে
ভাসবে নদীর মাঝে কত শত নাও

নদীরই কল্লোলে
বাতাসের হিল্লোলে
মনটা জুড়িয়ে দিবে তীর ঘেষা গাও।

এমন স্বপ্ন দেখি
জুড়াবো মোদের আখি
ধানসিঁড়ি নদীটার রুপ দেখে ভাই

আমরা সবাই মিলে
স্বেচ্ছায় শ্রম দিলে
সফলতা আসবেই কোন ভয় নাই।

চল তাই শুরু করি
সাজাতে এ ধানসিঁড়ি
সবে মিলে কাজ করি কাঁধে রেখে কাঁধ

সুখময় পরিবেশে
সকলেই হেসে হেসে
নিতে পারি যেন প্রকৃতিরই স্বাদ।

(AB09112023)