পথের ধারে অনাহারে
ছোট্ট শিশুর বাস
উদোম গায়ে ঘুমায় শুয়ে
নেইকো হা-হুতাশ।

ডাস্টবিনে যায় খাবার কুড়ায়
কাক কুকুরের সাথে
আমরা করি দুর্ব্যবহার
দেইনা কিছু খেতে।

রোজ হাশরে রবের তরে
জবাব দিব কিযে
একলা বসে ভেবে ভেবে
হিসাব মিলাও নিজে।

আমার হিসেব মিলছে শোন
বলছি ভালবেসে
চলো এবার সবাই মিলে
দাড়াই ওদের পাশে।

০৬/০১/২০২৫