ভেঙেছে হৃদয় জেগেছে চর
দেহ নামক এই নদে
ভাটি হলে শেষ আসবে জোয়ার
জীবনের এই হ্রদে।

ভাটির তুফানে ভয় পেয়ে তুমি
খুলে দিওনাকো পাল
খুব বেশি দিন রবে নাকো যেন
জীবনের এই হাল।