হারিয়েছে মোর জীবনের থেকে
শীতের সোনালী আভা
চলার পথে বারবার দেখি
আগ্নেয়গীরির লাভা।

সুখটা দুখের রূপ কেড়ে নিয়ে
বাড়িয়েছে তার গতি
দূর্গম পথের মুসাফির আমি
নেই কোন মোর সাথী।

০৪-১২-২০২৪-ঢাকা