বর্ষা এলে গাঁয়ের পথে
নরম মাটির পরশ মেখে
উদোম পায়ে হাঁটছি কত
লাগতো ভালোই বেশ,

বর্ষা এলে ঢাকতে মাথা
কলাপাতার থাকতো ছাতা
শৈশবের এ দৃশ্যগুলো
আজ হয়েছে শেষ।

বর্ষা এলে পুকুর পাড়ে
কদম কেয়ায় দৃষ্টি কারে
বিলের জলে শাপলা হাসে
বকুল ছড়ায় ঘ্রান,

বর্ষা এলে বন বনানী
তৃষ্ণাতে পায় শীতল পানি
ছোট্ট সবুজ উদ্ভিদেরা
পায় খুঁজে পায় প্রাণ।

বর্ষা এলে বর্ষা কালে
দেশটা ভাসে অথৈ জলে
গ্রীষ্মকালের তাপপ্রবাহের
হয় যে অবসান,

বর্ষা এলে হৃদয় খুশি
বর্ষা সবাই ভালবাসি
বর্ষা নিয়ে তাইতো লিখি
ছন্দ ছড়া গান।

(২.৬.২৪-ঢাকা)