বিদায়
বর্তমানের মৃত্যু গুলো
আমায় অনেক কষ্ট দেয়
ভয়ে আছি কখন জানি
আমার আবার মৃত্যু হয়।

বয়স না হতেই যাচ্ছে চলে
দূরের কাছের আপনজন
গালীব আমিন ছোট্ট শিশু
তাদের মতোই  একজন।

দাদা-দাদীর চোখের মনি
মা ও বাবার স্বপ্ন সাধ
নানা-নানীর হৃদয় ও মন
মামা-কাকার রত্ন চাদ।

প্রভুর ডাকে দিয়েছে সাড়া
ভেঙে পড়েছি চাচ্চু কুল
দোয়া করি তোমায় প্রভু
করুন বেহেশতি মুকুল।

চোখের জলে বিদায় জানাই
আপনজনের কান্নাতে
মা-বাবা ও মোদের সাথে
দেখা হয় যেন জান্নাতে।
(AB18102021)