আত্মার বাঁধন
তোমায় আমায় মানুষ করে
গড়েছেন যেই রব
তার পথে চল সত্যটা বল
মুছে যাবে দুঃখ সব।
মানবে মানবে থাকবে না তবে
ভেদাভেদ রেশারেশী
চারদিকে সুর বাজবে মধুর
থাকবে সবাই খুশি।
আত্মার বাঁধন গড়ি এসো ভাই
ভেদাভেদ সব ভুলি
লালশায় ঘেরা অশান্ত অবনী
সুখময় করে তুলি।